জেনে রাখুন লক্ষনগুলো সম্পর্কে।
১। অনিদ্রায় ভোগা এই রোগের প্রথম লক্ষণ।
২। দেহের হাত, পা, পায়ের পাতায় পানি এসে ফুলে থাকে এবং চোখের চারপাশেও ফুলে থাকা।
৩। পেশাবের সাথে রক্ত আসা কিংবা পেশাবের রং লাল বর্নের হওয়া।
৪। রাতে খুব ঘন ঘন পেশাব হওয়া ।
৫। দেহ ক্লান্তও উদাসীন লাগা।
৬। ক্ষুধা কমে যাওয়া।
৭। ঘন ঘন মাথা ব্যথা হওয়া।
৮। শরীর ও মাংসপেশি ব্যথা করা।
৯। হাই ব্লাড প্রেশার ও দেহে রক্তশুন্যতা সমস্যা।
১০। শ্বাস কষ্ট হওয়া, হার্টবিট কমে যাওয়া, চেহারা ফ্যকাশে হয়ে যাওয়া, মানসিক বিভ্রান্তি দেখা দেওয়া, কামশক্তি কমে যাওয়া, দাহের চামড়া হলুদ বর্ণের হয়ে যাওয়া
স্বাগতম :
Friday, February 6, 2015
1:43 PM
RaSeL Pharmacy
No comments
Related Posts:
গ্যাস্ট্রিক / পেট জ্বলারোগে রাতে ঘুমানোর সময়কিংবা দুপুরে খাওয়ার পর বুকজ্বালা পোড়া করে। অনেকডাক্তারের দেয়া ওষুধ খেয়েওহয়তো গ্যাস্ট্রিক থেকে নিস্তারমেলে নি। অথচ অল্পকয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেইগ্যাস্ট্রিককে দূরে রাখা যায়।প্রতিবেলায় যেটুকু খাবার খাচ্ছ… Read More
অনিয়মিত মাসিক নিয়ে ভাবছেননারীরজীবনে দু'তিনটে পর্বে পিরিয়ডঅনিয়মিত হয়ে যেতে পারে।মেনার্কি বা মেন্সট্রয়েশন শুরুরসময়ে। এ সময় ওভারি ততটা পরিপক্বহয়ে ওঠে না বলে তার পূর্ণকর্মক্ষমতা দেখা যায় না। খেয়ালকরে দেখবেন ডেলিভারির পর ৩-৪মাস পিরিয়ড একটু অনিয়মিত থাক… Read More
মেয়েদের অনিয়মিত মাসিক/ পিরিয়ড হবার কারণআমাদের দেশে সাধারণভাবে ১২বছরের মধ্যে মেয়েদের পিরিয়ড শুরুহয়ে যায়। যদি কারো খুব ছোটবেলায়বা বেশি বড় বয়সে পিরিয়ড শুরু হয়তা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকেরসঙ্গে যোগাযোগ করা উচিত। অতিরিক্তআগে (প্রিকয়েশিয়াস পিউবার্টি)মাসিক হয় ডিম্বাশয়ে (ও… Read More
পিরিয়ডের সময় যে খাবার গুলো জরুরী ? পিরিয়ডের সময় বিশেষখাবার? খাওয়া দূরে থাক,শিরোনাম পড়েইঅস্বস্তিতে ভুগতে শুরু করেছেন অনেকনারী। আমাদেরদেশে মেয়েরা অনেক বড় বড় অসুখওযেখানে লজ্জায় লুকিয়ে রাখেন,সেখানে পিরিয়ডের সময়খাওয়া দাওয়ার দিকে মনযোগদেয়ারব্যাপারটা তো কারো মাথাতেইআ… Read More
বদহজম - পেটের সমস্যা বদ হজম একটি ভীষন অস্বস্তিকরসমস্যা। কম বেশি সবাই এইসমস্যায় ভুগে থাকেন। খাবারেরঅনিয়ম,বেশি খাওয়া অথবা বাইরেরতেলযুক্ত খাবার খাওয়ার ফলে এসমস্যা হয়ে থাকে। এ সমস্যা দুরকরতে অনেকই অনেক ধরনের ঔষধখেয়ে থাকেন। কিন্তুতাতে কিছুটা উপশম হলেও… Read More
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment