পাকস্থলীর দুর্বলতা, যকৃতের দূর্বলতা, হজমের দুর্বলতা, অম্লাধিক্য,
পেট ফাপা, বায়ুজনিত পেট ব্যাথা, অগ্নিমান্দ্য অচুচি, চুকা ঢেকুর,
বমিভাব, কোষ্ঠ কাঠিন্য ইত্যাদি হজমের যাবতীয় গোলযোগ ও রোগব্যাধী
দূর করার জন্য বিশেষভাবে কার্যকরী। এই রকম সমস্যা সমাধানের জন্য
বাজারে অনেক ঔষধ পাওয়া যায় তবে । তবে নিচে কয়েকটি এর সেবন বিধি ও ঔষধের নাম দেওয়া হলো

ঔষধের নাম
* কারমিনা ট্যাবলেন/ সিরাপ
* হাজিম সিরাপ
সেবন বিধি:
প্রাপ্ত বয়ষ্ক: ১-২ ট্যাবলেট দিনে ২-৩ বার আহারের পর সেব্য।
অপ্রাপ্ত বয়ষ্ক: ১/২-১ ট্যাবলেট দিনে ২-৩ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শমত সেব্য।
পেটের ব্যাথা: ২ ট্যাবলেট হাল্কা গরম পানিসহ সেব্য। ব্যথা না কমলে ১ ঘন্টা পর পুনরায় দেখা যেতে পারে।
বদহজম: ২ ট্যাবলেট ঠান্ডা পানিসহ সেব্য।
পুরাতন বদহজম: ১ ট্যাবলেট খাওয়ার আগে ও ১ ট্যাবলেট খাওয়ার পর সেব্য
ক্ষুধামান্দ্য: প্রতিদিন নাস্তার পর ১ট্যাবলেট চুষে ও দুবেলা আহারের পর ১ ট্যাবলেট ঠান্ডা পানিসহ সেব্য।
পেট ফাপা বা পেট ফোলা: খাওয়ার পর ২ ট্যাবলেট ঠান্ডা পানিসহ সেব্য।
বি:দ্র: ট্যাবলেট ১৫ দিন থেকে ১ মাস।
সিরাপ:
প্রাপ্ত বয়ষ্ক:২ চা চামচ দিনে ২-৩ বার আহারের পর সেব্য।
অপ্রাপ্ত বয়ষ্ক:১ চা চটামচ দিনে ২-৩ বার আহারের পর
কাজের জিনিষ.....জানা হলো ....চালিয়ে যান --(আশিক)
ReplyDeleteভাল
ReplyDeleteকারমিনাতে কোষ্টকাঠিন্য ভালো হয় তবে আমাশয় জেগে উঠে!!!
ReplyDeleteহহ
ReplyDeleteবাচ্চারা খেতে পারবে কি?
ReplyDelete