Wednesday, September 11, 2013




ব্রণ থেকে মুক্তি

দুষ্ট এ রোগটি সবসময়ই নিরীহ হোয়াইট হেড বা ব্ল্যাক হেড হিসেবেই থাকে না, মাঝে মধ্যে লালচে হয়, ব্যথাও করেব্রণ হতে পারে মুখে, ঘাড়ে, কাঁধে, বুকে, পিঠে ইত্যাদি স্থানেবয়ঃসন্ধিকাল আর উঠতি তরুণ-তরুণীরাই ব্রণের প্রধান শিকারব্রণের দাগ অবশ্য দীর্ঘ সময় ধরে তার স্মৃতিচিহ্ন রেখে যায়চামড়ার নিচে থাকে তৈলগ্রন্থি আর তৈল নিঃসারক নালীএই নালী ব্যাকটেরিয়া বা অন্য কোনো কারণে বন্ধ হয়ে গেলে নালীর মধ্যে নিঃসৃত পদার্থ জমা হয়ে ব্রণ তৈরি করে




ব্রণের কিছু কারণ হলো-


০ বয়ঃসন্ধিকালে এন্ড্রোজেন হরমোনের আধিক্য
০ মাসিক বা গর্ভাবস্থায় হরমোনের মাত্রার পরিবর্তন
০ ঘন ময়েশ্চারাইজিং লোশন বা কড়া মেকআপ
০ অধিক আবেগ
০ আয়োডিনযুক্ত খাবার যেমন সামুদ্রিক শৈবাল, গরুর কলিজা, রসুন ইত্যাদি
০ কেরোসিন বা কয়লা (যেমন বাসার ফার্নিচারের বার্ণিশ)
০ একদিকে কাত হয়ে ঘুমানো বা হাতের ওপর মুখ রেখে ঘুমানো
০ জন্মনিয়ন্ত্রণ বড়ি, স্টেরয়েড, খিঁচুনি বা মানসিক রোগের ওষুধ

কারণগুলো কঠিন হলেও অধিকাংশ ব্রণের চিকিসা শুধু আত্মসচেতনার মাধ্যমেই সম্ভব
ব্রণ মূলত টিন এজারদের শত্রুনিজেকে ঝকঝকে রাখার এই বয়সে এটা যেন বড় অসহনীয় উপাত

ব্রণের যৌনতা কিন্তু ব্রণ ঘটায় না

টিন এজারদের ক্ষেত্রে ব্রণের প্রধান কারণ অতিরিক্ত এন্ড্রোজেন নিঃসরণএর ফলে বেশি তৈল নিঃসৃত হয় যা জমা হয়ে ব্রণ তৈরি হয়শিশুদের এমনকি নবজাতকেরও মায়ের হরমোনের কারণে ব্রণ হতে পারেব্রণের জন্য উদ্বিগ্ন হবেন না, কারণ উদ্বিগ্নতাই ব্রণের প্রধান কারণ

ব্রণের চিকিসায় নিচের সাধারণ ফ্লো চার্টটি অনুসরণ করুন-

ব্রণের কারণে ফোলা ভাব, ইনফেকশন বা জ্বর আছে?
ফুসকুড়িগুলো খুব বড় বা বেশি?
নিজের পরিচর্যায় অবস্থার অবনতি হচ্ছে?

নিজে পরিচর্যার কৌশল-

যথারীতি ব্রণের জন্য সময়ই সবচেয়ে বড় চিকিসকতবুও সচেতন হোন এবং নিজের পরিচর্যা করুন-

০ ত্বক পরিচ্ছন্ন রাখবেনসাবান সামান্য সময় রেখে পরিষ্কার কাপড়ে ত্বক পরিষ্কার করবেন
০ ভালো অ্যাসট্রিনজেন্ট বা গ্রিজ পরিষ্কার কাপড়ে ত্বক পরিষ্কার করবেন
০ ভালো ত্বকে অত্যাচার করবেন নাচাপাচাপি, চুলকানো বা খোটাখুটি করা একদম উচিত হয়এজন্যই ব্রণে ইনফেকশন হয় এবং এমন দাগ পড়ে যা সহজে সারে না
০ অ্যালার্জি না থাকলে বেনজাইল পারঅক্সাইড লোশন ব্যবহার করতে পারেন
০ মুখে বা অন্য কোথাও ঘাম হলে দ্রুত পরিষ্কার করুন
০ সপ্তাহে অন্তত দুবার চুল ধোবেন এবং চুল মুখ থেকে দূরে রাখবেন
০ আঠালো, তৈলাক্ত ক্রিম, লোশন বা মেকআপ বাদ দিয়ে শুধু ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করুন


কার্যকারিতা:
ব্রণ, ফোঁড়া,ফুসকুড়ি, বিবর্ণতা , চুলকানী, খুজলী-পাচড়া ইত্যাদি নিরাময় করে।
 
সেবন বিধি:
 প্রাপ্ত বয়ষ্ক: ২ চা-চামচ সাফি প্রতিদিন সকালে মোট ২০ দিন সেবন করতে হবে।  যারা ব্রণে সমস্যায় ভোগে তাদের জন্য এটি যথেষ্ট।

সতর্কতা:
এটি ব্যবহারকালে নিয়ন্ত্রিত খাবার খেতে হবে। খাবার তালিকায় অধিক শর্করা ও চর্বি জাতীয় খাবার বাদদিতে হবে এবং দুধ ও ভিটামিন সি সমৃদ্ধ ফলের রস অধিক মাত্রায় খেতে হবে। তিতা স্বাদের জন্য কারো কারে বহিভাব অথবা বমি হতে পারে, তবে সমমাত্রার পানি অথবা দুধ খেলে কোন সমস্যা হবে না।

বিধি নিষেধ:
পাতলা পায়খানা, আমাশয় ও ডায়রিয়া আক্রান্ত রোগীর জন্য  এই ওসুধ সেবন নিষেধ।

যেকোন তথ্যের জন্য প্রয়োজনে যোগাযোগ করুন- +৮৮০১৭৬০০২৩৬০৫

5 comments:

  1. অনেক কিছু খেলাম কাজ হলোনা এবার আপনার কথা মতো খেয়ে দেখি কতো টুকু উপকার পায়্(আশিক আহমেদ)

    ReplyDelete
  2. গর্ভবতী অবস্থায় ছাফী খাওয়া যাবে কি?

    ReplyDelete
  3. গর্ভবতী অবস্থায় ছাফী খাওয়া যাবে কি? দয়াকরে জানাবে।

    ReplyDelete
  4. খাবার রুচি বাড়ে কি

    ReplyDelete

Unordered List

Flag Counter

Admission Open

Visitor

Online


widgeo.net

ফেসবুকে পেজ

প্রয়োজনিয় ঠিকানা

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Test

NEW LAUNCHED

Powered by Blogger.

Earn

তাপমাত্রা

Followers

About Me

My Photo
রাসেল ফার্মেসী রাণীহাটি বাজার, মন্ত্রী মার্কেট, শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ। এই www.raselpharmacy.blogspot.com (রাসেল ফার্মেসী ) ব্লগটি স্বাস্থ্য বিষয় সচেতনতা মুলক টিপস নিয়ে সাজানো হয়েছে । যা আসা করি আপনাদের কাজে আসবে । আপানর যে কোন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আমদের খুলে বলুন। আমরা চেষ্টা করব এর সমাধান দিতে। এছাড়াও ফেসবুকে পেতে ভিজিট করুন https://www.facebook.com/Raselpharmacy

Featured Posts

Popular Posts

Recent Post

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

Just Click To Earn Money

Count Posts & Comments

আপনার এই ব্লগটি কেমন লেগেছে ?

Text Widget

এই ব্লগের লেখা নিজের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন বই,ওয়েবসাইট ও ব্লগ থেকে সংগ্রহ করা হয়েছে, তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।

Rolling Pictures

বিজ্ঞাপন

0

Add